বিভিন্ন কারণে আমাদের গলাব্যথা হয়ে থাকে। গরম থেকে, ঠান্ডা লাগা থেকে প্রচন্ড গলা ব্যথা হয়ে থাকে। এ সময় পানি বা অন্য কোনো খাবার খেতে খুব বেশি কষ্ট হয়ে থাকে। অসহ্য ধরনের এই গলাব্যথা দূর করতে বাসায় তৈরি কিছু উপায় অবলম্বন করতে পারেন যেগুলোতে খুব সহজেই গলাব্যথা সম্পূর্ণ নির্মূল হওয়া সম্ভব। ১. গরম লবণ পানিতে কুলকুচা করুন : দিনে ৩-৪ বার হালকা গরম লবণ পানিতে কুলকুচা করলে গলার ফারিংগাল অঞ্চলের রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে ভেতরে জমে থাকা ঠান্ডা কফ বের হয়ে এসে গলা পরিস্কার করে ফেলে। এছাড়া গলার...

